মানবসম্পদ উন্নয়নের উপযোগী প্রজেক্ট গ্রহণ করতে হবে: রিমি

অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫
শেয়ার :
মানবসম্পদ উন্নয়নের উপযোগী প্রজেক্ট গ্রহণ করতে হবে: রিমি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, মানবসম্পদ উন্নয়নের উপযোগী প্রজেক্ট গ্রহণ করতে হবে। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহন নিশ্চিত, জেন্ডার সমতা এবং বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিদর্শন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সমাজে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে ও নারী সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে। 

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণে আরো সচেতন হতে হবে এবং প্রকল্পের আউটপুট নিরূপণ করতে হবে। ট্রেডিশনাল সেলাই মেশিনের পরিবর্তে আধুনিক সেলাই মেশিন সরবরাহ করা হবে। কিশোর কিশোরী ক্লাবের সুবিধা বৃদ্ধির পাশাপাশি আধুনিকায়ন করা হবে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির মাধ্যমে সেবা প্রদান করতে হবে এবং ভাতা প্রদান প্রক্রিয়া আরো স্বচ্ছ করতে হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খানের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন। 

উল্লেখ্য, ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড নামক প্রতিষ্ঠান দিয়ে সর্বপ্রথম মহিলা বিষয়ক অধিদপ্তরের অগ্রযাত্রা শুরু হয় এবং পরবর্তীতে ভিন্ন ভিন্ন ধাপের মাধ্যমে ১৯৯০ সালে মহিলা বিষয়ক অধিদপ্তরে রুপান্তর হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর VWB, মা ও শিশু সহায়তা কর্মসূচি, মহিলাদের আত্ম-কর্মসংস্হানের জন্য ক্ষুদ্রঋণ তহবিল কর্মসূচি এই ৩টি প্রধান কর্মসূচির মাধ্যমে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর দিবাযত্ন কেন্দ্র, কর্মজীবী মহিলা হোস্টেল, মহিলা সহায়তা কেন্দ্র, নারী নির্যাতন প্রতিরোধ সেল ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে নারীদের সেবা প্রদান করে থাকে।