‘শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন আবুল মোমেন

নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৪
শেয়ার :
‘শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন আবুল মোমেন

এ বছর ‘শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক ও নতুন ধারার দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন। 

শাহ আলমগীরের জন্মদিনে আগামী ২২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায় এ পুরস্কার তুলে দেয়া হবে। সাংবাদিকতায় অবদানের পাশাপাশি সমাজ পরিবর্তনে নিরবিচ্ছিন্ন অবদানের স্বীকৃতি জানিয়ে আজ বুধবার জুরিবোর্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে আবুল মোমেন আমাদের সময়কে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি সাংবাদিকতা করছি। বিশেষ করে সম্পাদকীয় বিভাগে দায়িত্ব পালন করেছি। সাংবাদিকতায় এখনও অ্যাকটিভ আছি। যে বিষয়ে কাজ করেছি সেটা নিয়ে শিক্ষকতাও করেছি। সাংবাদিকতায় কাজ করে সেই বিষয়ে পুরস্কার পাওয়া সত্যিই ভালো লাগার ব্যাপার। সহকর্মীদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়ায় আমি আনন্দিত।’

বিশিষ্ট সাংবাদিক, কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন নতুন ধারার দৈনিক আমাদের সময়ের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে ২০১৩ সাল থেকে আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি চট্টগ্রামে প্রথম আলোর আবাসিক সম্পাদক হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেন। 

বিশিষ্ট সাহিত্যিক আবুল ফজলের ছেলে আবুল মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৭৩ সালে এমএ পাস করেন। স্বাধীনতার পর পরই তিনি ‘দৈনিক স্বাধীনতা’ পত্রিকায় কাজ শুরু করেন। পরে ‘ডেইলি লাইফ’ ও চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক পূর্বকোণ’-এর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

এ ছাড়া তিনি ‘দৈনিক ভোরের কাগজ’-এর চট্টগ্রামের আবাসিক সম্পাদক এবং চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক সুপ্রভাত বাংলাদেশ’-এর উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতায় যুক্ত ছিলেন।

আবুল মোমেন স্বাধীনতার পর থেকে বিভিন্ন সমকালীন বিষয় নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি করে আসছেন। শিক্ষা নিয়েও চার দশকের বেশি সময় ধরে কাজ করছেন তিনি। তার লিখিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। 

আবুল মোমেন ২০১৭ সালে সাংবাদিকতায় একুশে পদকে ভূষিত হন। এ ছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, শিশু সাহিত্যে চন্দ্রাবতী একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।