সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিল জাপা
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নিজেদের দুই প্রার্থীর মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ বৃহস্পতিবার দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাপার বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (সংরক্ষিত মহিলা আসন) জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগমকে (ঠাকুরগাঁও) মনোনয়ন দিয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, স্বতন্ত্র সংসদ সদস্যরা আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায় দ্বাদশ জাতীয় সংসদে দলটি ৪৮টি আসন পাচ্ছে। আর বাকি দুটি আসন পাচ্ছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। গতকাল বুধবার নিজেদের ৪৮ প্রার্থীর মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?