সরকার অন্যায়ের সব সীমা অতিক্রম করেছে, ড. ইউনূস প্রসঙ্গে মান্না

অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩
শেয়ার :
সরকার অন্যায়ের সব সীমা অতিক্রম করেছে, ড. ইউনূস প্রসঙ্গে মান্না

নোবেলজীয় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তার প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে সরকারপন্থীদের দখলে নেওয়ার অভিযোগ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার ও সরকারি দল অন্যায়ের সব সীমা অতিক্রম করেছে।’

আজ বৃহস্পতিবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশসহ পৃথিবীতে দারিদ্র বিমোচনে ড. ইউনূসের যে অবদান, তা বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অথচ নিজের দেশে তিনি কর্তৃত্ববাদী সরকার দ্বারা চরম নিগৃহীত হচ্ছেন। তার গড়ে তোলা প্রতিষ্ঠান অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা করছে সরকার অনেক দিন থেকেই।’

নিজের শিক্ষকের বিষয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে আমি শিক্ষক হিসেবে পেয়েছিলাম। তার কাছ থেকে অনেক বিষয় শিখেছি। বিশেষ করে একজন মানুষকে কীভাবে কাজের জন্য উদ্যোগী করে তোলা যায় এবং একজন থেকে কীভাবে হাজারো, লাখো মানুষের মধ্যে সেই উদ্যোগ ও উদ্যম ছড়িয়ে দেওয়া যায়, তা আমি প্রতিনিয়ত অনুসরণ করি।’