সৌদি গিয়ে বিয়ে করেছেন স্ত্রী, ছেলের সঙ্গে নিজের গায়ে আগুন দিলেন মহিন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২২
শেয়ার :
সৌদি গিয়ে বিয়ে করেছেন স্ত্রী, ছেলের সঙ্গে নিজের গায়ে আগুন দিলেন মহিন

সন্তানের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন মহিন (৪০) নামের এক ব্যক্তি। পরে নিজের শরীরেও আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

একমাত্র ছেলে তুহিনকে (৯) নিয়ে ভাড়ারিয়া গ্রামে থাকতেন মহিন। শিশু তুহিন ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা গেছে, সংসারে অভাব অনটনের কারণে মহিনের স্ত্রী গত বছর কাজের সন্ধানে সৌদি আরব যান। সেখানে গিয়ে আরেকজনকে বিয়ে করেন। এরপর থেকে সংসারে টাকা দেওয়া বন্ধ করে দেন মহিনের স্ত্রী। আজ সকালে তুহিন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তার গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন মহিন। তখন সে দৌড়ে প্রতিবেশী লিপি আক্তারের বাড়ির উঠানে যায়। তিনি তুহিনের গায়ে পানি দিয়ে আগুন নেভায়। ততক্ষণে তুহিনের মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

স্থানীয়রা মহিনকে আটক করে মানিকগঞ্জ সদর থানায় বিষয়টি জানায়। আটকের সময় তুহিনের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করে এলাকাবাসী। এরপর সুযোগ বুঝে নিজের গায়েও আগুন ধরিয়ে দেন মহিন। পুড়ে যাওয়া বাবা-ছেলেকে ঢাকায় নেওয়া হচ্ছে। 

এ বিষয়ে প্রতিবেশী লিপি আক্তার বলেন, ‘সারা শরীরে আগুন জ্বলতে থাকা অবস্থায় তুহিন আমার বাড়ির উঠানে আসে। আমি পানি ঢেলে আগুন নেভাই। তখন মহিন আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গালিগালাজ করে আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন।’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, ‘বাবা-ছেলে দুজনেই অগ্নিদগ্ধ। ছেলের শরীরে আগুন দেওয়ার পরে বাবা তার নিজের শরীরেও আগুন দেন। বাবা-ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’