গৃহকর্মী মৃত্যুর ন্যায়বিচার দাবিতে ডেইলি স্টার কার্যালয়ের সামনে মানববন্ধন

অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৫
শেয়ার :
গৃহকর্মী মৃত্যুর ন্যায়বিচার দাবিতে ডেইলি স্টার কার্যালয়ের সামনে মানববন্ধন

গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়ে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: সংগৃহীত

দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের ফ্ল্যাট থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের দ্য ডেইলি স্টার সেন্টারের সামনে এই মানববন্ধন হয়।

‘সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান অংশগ্রহণকারীরা।

গত ৬ ফেব্রুয়ারি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে পড়ে মারা যান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রীতি উরাং (১৫)। এ ঘটনার পরদিন প্রীতির বাবা ও মিতিংগা চা বাগানের শ্রমিক লোকেশ উরাং বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করে মামলা করেন।

গত ১৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের দুজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার আগে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।