শান্তিনগর ফুটপাতে মিলল নবজাতকের লাশ

ঢামেক প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৬
শেয়ার :
শান্তিনগর ফুটপাতে মিলল নবজাতকের লাশ

রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর এলাকার ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রিপল নাইনে খবর পেয়ে শান্তিনগর শহিদ মিনার গলি এর গেটের বিপরীত পাশে ট্রান্সমিটার পিলারের নিচে ফুটপাত থেকে পলিথিনের ব্যাগে পেঁচানো নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

পল্টন থানার উপ পরিদর্শক এসআই মো. সুজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ছেলে নবজাতকটির বয়স আনুমানিক একদিন।

তিনি বলেন, কে বা কারা মৃত নবজাতক টি ফেলে রেখে গেছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুর একটার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।