জয়পুরহাটে ১০টি স্বর্ণের বারসহ আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৯
শেয়ার :
জয়পুরহাটে ১০টি স্বর্ণের বারসহ আটক ৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ তিন জনকে আটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬.৪০ গ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৯ টাকা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৪৭ থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরের পূর্ব উচনা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় স্বর্ণ ছাড়াও তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড এবং ৪৯ হাজার ৩০ টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে।