ট্রাম্প নাকি বাইডেন, কাকে ভালো বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৪
শেয়ার :
ট্রাম্প নাকি বাইডেন, কাকে ভালো বললেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনই রাশিয়ার জন্য মঙ্গলজনক। তিনি বলেন, বাইডেনই আমাদের জন্য ভালো। কারণ তিনি অভিজ্ঞ এবং অনুমেয়। তিনি চিরায়ত ধারার রাজনীতিবিদ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। তবে যেকোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে ইচ্ছুক বলেও জানান রুশ প্রেসিডেন্ট। 

২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে বাইডেন ও ট্রাম্প দ্বিতীয়বারের মতো পরস্পরের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে বহু পুরোনো বৈরি সম্পর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দুই দেশের মধ্যে। সরাসারি না বললেও সাক্ষাতকারে এই প্রসঙ্গ এনেছেন পুতিন। তিনি বলেন, বর্তমান মার্কিন প্রশাসনের ব্যাপারে মন্তব্য করতে গেলে তাদের রাজনৈতিক অবস্থানের দিকে নজর দিতে হবে। আমি মনে করে তাদের রাজনৈতিক অবস্থান অত্যন্ত ভুল এবং ক্ষতিকারক। 

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। প্রায় দুই বছর হয়ে গেলেও এখনো যুদ্ধ শেষের কোনো লক্ষ্মণ নেই। শুরু থেকেই এই যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।