লেবু ক্ষেতে পড়েছিল ব্যবসায়ীর মরদেহ
মানিকগঞ্জের সাটুরিয়ায় লেবু ক্ষেত থেকে মো. আব্দুর রউফ রোমান (৫০) নামে এক মুদি দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার গাজীখালী নদীর পাড়ে লেবু ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রোমান উপজেলার গাছবাড়ী এলাকার মৃত নাছির উদ্দীনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
নিহতের মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আব্দুল ওয়াহিদ ও ভাগ্নে মো. নায়িম খান জানান, গতকাল রাতে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাতেই পুলিশকে জানানো হয়েছে। পরে আজ সকালে আব্দুস সামাদের লেবু ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় মানিকগঞ্জ র্যাব-৪ সিপিসি ৩, ডিবি পুলিশ, পিবিআই ও থানা পুলিশ খুনের রহস্য উদঘাটন ও তদন্তের কাজ করছে বলে জানা যায়।
অপর দিকে মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কামরুল হাসান, র্যাব ৪ সিপিসি ৩ কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা ও দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলিনূর বকস রতন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কামরুল হাসান আমাদের সময়কে জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।