বেনাপোল এক্সপ্রেসে আগুন: ৪০ দিন পর মরদেহ হস্তান্তর
গোপীবাগে ট্রেনে আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারানোর চারজনের মরদেহ ৪০ দিন পর হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেতাফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এদিকে মরদেহ হস্তান্তরের খবর শুনে সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করেন স্বজনরা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, ইতিপূর্বে চার পরিবার মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, শনাক্তকরণ প্রক্রিয়ায় তাদেরই নাম এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়। যাদের মরদেহ হস্তান্তর করা হয় তারা হলেন- আবু তালহা (২৪), চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৮), নাতাশা জেসমিন নেকি (২৫), ও এলিনা ইয়াসমিনের (৪০)।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?