পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
নাটোরের লালপুরে পিকআপভ্যানের সঙ্গে ইট বোঝাই পাওয়ার ট্রলির সংঘর্ষে বাপ্পি নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপভ্যানের চালক ও পাওয়ার ট্রলি হেলপার। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আট্টিকা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পি (১৯) উপজেলার অমৃতপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, লালপুর থেকে রাজশাহীর বানেশ্বরগামী একটি পিকআপভ্যান লালপুর-বাঘা সড়কের জামতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি পাওয়ার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক বাপ্পি নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসক জীবন নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্য জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।