ইতালিতে ‘হাওয়াই মিঠাই’
আগামী ২০-২৩ মার্চে ইতালির ভেনিস শহরে শুরু হচ্ছে কা’ ফসকারি শর্টফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর। ঐতিহ্যবাহী এই উৎসবে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘হাওয়াই মিঠাই (দ্য সুইটনেস অব এয়ার)’। যুদ্ধ বাস্তবতার গল্পে এটি নির্মাণ করেছেন রাকায়েত রাব্বি ওরফে রাব্বি ভূঁইয়া।
তিনি ‘হাওয়াই মিঠাই সিনেমার জন্য এটা খুব আনন্দের বিষয়। খুব ভালো লাগছে। সব কিছু ঠিক থাকলে আমি ও আমার সিনেমার প্রধান প্রটাগোনিস্ট মিজানুর রহমান উৎসবে অংশ নিতে ইতালি যাচ্ছি।’
সঙ্গে যোগ করে নির্মাতা আরও বলেন, ‘পুরো পৃথিবীই যুদ্ধের বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের নিদারুণ বাস্তবতা নিয়েই এই চলচ্চিত্র।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমায় হাওয়াই মিঠাইওয়ালা চরিত্রে অভিনয় করেছেন মিজানুর রহমান। তার কথা, ‘আমরা একটা তারুণ্যনির্ভর টিম, যারা সীমানা পেরিয়ে কিছু করতে চেয়েছিল, এ অর্জন সেই ইচ্ছেরই অনুবাদ। এমন কিছু প্রত্যাশিতই ছিল। কারণ, আমরা অনেক কষ্ট করেছি সততার সঙ্গে।’
ফিলিং স্টেশন ও বিগ ব্যাং ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ‘হাওয়াই মিঠাই’। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রাব্বি নিজেই। সিনেমাটোগ্রাফি করেছেন মনির হোসেন। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরনিল বিরল, নাসুমা খান ঝুমা, সাদি শুভসহ অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট