এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি জিম্মির স্বজনরা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০
শেয়ার :
এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি জিম্মির স্বজনরা

এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) দ্বারস্থ হয়েছেন ইসরায়েলিরা। নেদারল্যান্ডসের হেগে গিয়ে তারা আদালতকে জানিয়েছেন, ৭ অক্টোবর হামাসের হামলা ইসরায়েলিদের জিম্মি করার ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।   

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজায় গণহত্যা হচ্ছে- এমন অভিযোগ তুলে গত বছর ডিসেম্বরে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। জানুয়ারি মাসের শুরুর দিকে বিষয়টি নিয়ে আইসিজেতে দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। এরপর গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আইসিজে।

সবশেষ গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ইসরায়েল যে রাফাহতে সামরিক অভিযানের কথা বলেছে, তাতে প্রচুর মানুষ মারা যাবেন এবং ধ্বংসলীলা চলবে। তাদের মতে, এটা ২০২৪ সালের ২৬ জানুয়ারি আন্তর্জাতিক আদালতের রায় ও জেনোসাইড কনভেনশনের বিরোধী।

একদিন পর আদালতের দ্বারস্থ হলো ইসরায়েলও। রাজ বেন আমি নামে এক ইসরায়েলি বলেন, ‘আজ ভালোবাসা দিবস, আর আমার ভালোবাসার মানুষ হামাসের হাতে জিম্মি।’ 

তার মতো অনেক ইসরায়েলি আইসিজের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছে। তাদের হাতে তখন বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। সেখানে লেখা ছিল ‘ব্রিং দেম হোম।’