আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ বৃহস্পতিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক:

প্রধানমন্ত্রীর কর্মসূচি

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দি‌তে আজ জার্মা‌নি সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

শিক্ষামন্ত্রীর কর্মসূচি

সকাল ১১টায় সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে প্রেস কনফারেন্স করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

হাইকোর্টে যাবেন নুর

হাইকোর্টের তলব জারির ব্যাখ্যা দিতে সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে উপস্থিত হবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মানববন্ধন

সকাল সাড়ে ১১টায় ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার প্রধান কার্যালয়ের সামনে পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক কর্তৃক শিশু গৃহপরিচারিকা প্রীতি উরাং হত্যার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

জাতীয় পাঠ্যক্রম বিষয়ে আলোচনা সভা

জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে সকাল ১০টা থেকে, ডিআরইউ এর নসরুল হামিদ মিলনায়তনে ‘বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম; নতুন প্রজন্মের প্রকৃত শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।