হাওর-প্রয়াসের আহ্বানে একইমঞ্চে সুনামগঞ্জের ৫ এমপি
সুনামগঞ্জের ইতিহাসে একটি ছিল ঐতিহাসিক দিন। যে দিন প্রথম একসঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুনামগঞ্জের পাঁচ আসনের পাঁচজন সংসদ সদস্য।
অনুষ্ঠানটি আয়োজন করে প্রস্তাবিত ‘হাওর প্রয়াস ফাউন্ডেশন’। প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদারের পরিকল্পনা এবং মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের সিইও অভি মঈনুদ্দীনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
রাজধানীর রিজেন্সি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রয়াস গ্রুপের পরিচালক রূপক তালুকদার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন। সংবর্ধিত সংসদ সদস্যরা হলেন আলহাজ এমএ মান্নান (সুনামগঞ্জ-৩), ড. জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), মুহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ-৫), ড. মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-৪) ও অ্যাডভোকেট রণজিত চন্দ্র সরকার (সুনামগঞ্জ-১)। আরও অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবু নাঈম শেখ। সভাপতিত্ব করেন হাওর প্রয়াস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কুমার তালুকদার।
অনুষ্ঠানে সংসদ সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র সংসদ সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, ‘হাওর প্রয়াস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ ইয়াং ডায়নামিক সমাজকর্মী ও রাজনীতিবিদ, যিনি সুনামগঞ্জকে নিয়ে চিন্তা করেন। তিনি নানান দুর্যোগে সুনামগঞ্জবাসীর পাশে ছিলেন এবং তারই ধারাবাহিকতায় মঞ্চে আজ একসঙ্গে সেই সূর্যসন্তানদের উপস্থিতি। হাওর প্রয়াসের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।’
প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, ‘আমার রাজনৈতিক জীবনের অনেক বড় অর্জন একই মঞ্চে সুনামগঞ্জের সব সংসদ সদস্য, সিলেট সিটি মেয়র, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ভাইস চ্যান্সেলরের উপস্থিতি। আমি প্রত্যেকের কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সুনামগঞ্জের ইতিহাসে দিনটি সত্যিই অবিস্মরণীয় হয়ে থাকবে।’
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আলমিনা নীতু। সহযোগিতায় ছিলেন মমস কালেকশনের সিইও সাবিহা সুলতানা। উপস্থাপনায় ছিলেন শান্তা জাহান।