অনেকের কথা মনে পড়ে, যাদেরকে হারিয়েছি: মোহা. নূর আলী
ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বলেছেন, ‘চুড়াইনে আমি জন্মগ্রহণ করেছি। চুড়াইন আমার রক্তে মিশে আছে। এখন এলাকায় আসলে অনেকের কথা মনে পড়ে, যাদেরকে আমি হারিয়ে ফেলেছি। আমির, ভাস্কর, আব্দুল কুদ্দুস, চিনু ভাই, আমিরুল মাস্টারসহ আজ অনেকেই আমাদের মাঝে নেই। তারা চুড়াইন সাংস্কৃতিক সংঘের প্রাণপুরুষ ছিলেন। তাদের শূন্যতা আমি জানি না কখনো পূরণ হবে কি না।’
আজ বুধবার চুড়াইন সাংস্কৃতিক সংঘ আয়োজিত মরহুম জাকির হোসেন ও মরহুম আহসান উল্লাহ মোড়ল স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোহা. নূর আলী বলেন, ‘আমরা অনেকেই এই চুড়াইন মাঠে আট থেকে দশ কিলোমিটার দূর থেকে খেলতে আসতাম। চুড়াইন শুধু এই ক্লাব নয়, চুড়াইন একটি আদর্শের নাম, একটি ইতিহাস। আমি এই মাঠ থেকে খেলাধুলা করে বড় হয়েছি। চুড়াইন শুধু খেলোয়ার নয়, ভালো শিক্ষিত মানুষ তৈরি করেছে ‘
বিশিষ্ট এই শিল্পপতি বলেন, ‘এক সময় চুড়াইন ক্লাব ছিল আমাদের কাছে আদর্শ। আজ আমি এই চুড়াইন ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’
তিনি বলেন, ‘এই মাস, আমাদের ভাষার মাস। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতা। যে সব ভাষা শহীদ মায়ের ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ‘
অনুষ্ঠানে চুড়াইন সাংস্কৃতিক সংঘের সভাপতি রইছুল আলম মফিলের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেলিম খান উদ্বোধক ছিলেন।
একই দিন সন্ধ্যায় ইউনিক গ্রুপের এমডি বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী ও চেয়ারপারসন সেলিনা আলীর দ্বিতীয় কন্যা নাদিহা আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলার কামারখোলা নিজ গ্রামে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাভার সিটি সেন্টার জামে মসজিদের খতিব আবু ইয়াহহিয়া জাকারিয়্যা আল হুসাইনী, প্রধান বক্তা ছিলেন হজরত মাওলানা ইয়াহিয়া তাকী, বিশেষ বক্তা ছিলেন সোনাহাজরা মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান কাশেমী।
মাহফিলে মোহা. নূর আলী তার মেয়ে নাদিহা আলীর কথা স্মরণ করে বলেন, ‘নাদিহার শত্রু বলে কেউ ছিল না। সে খুব স্পষ্টভাষী ছিল। নাদিহা সাদাকে সাদা, কালোকে কালো বলত। এ ছাড়া স্পষ্ট ভাষার ক্ষেত্রে সে বাবা-মা, আত্মীয়-স্বজনদের বেলায়ও একই ছিল। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন নাদিহাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে সড়ক দুর্ঘটনায় নিহত হন নাদিহা আলী।