সিনেমার গান নিয়ে কনসার্ট
সরকারি অনুদানে ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘কাজলরেখা’ সিনেমাটি। এর মধ্যে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও, মুক্তির পায়নি এটি। নতুন মুক্তির তারিখ হিসেবে আগামী বৈশাখে মুক্তি পেতে পারে সিনেমাটি।
জানা গেছে, ‘কাজলরেখা’য় প্রায় ২৪টি গান রয়েছে। এই গানগুলো নিয়ে ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আজ বুধবার এক কনসার্টের আয়োজন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিকেলে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
সংগীতশিল্পী ইমন চৌধুরীর পরিচালনায় কনসার্টে অংশ নেবেন হুমায়রা ঈশিকা, শিবলু, মিথুন, অবন্তী সিঁথি, আকাশ, মাশা ইসলাম, সালেহ, মাখন, অন্তরা মণ্ডল। তারা সবাই ‘কাজলরেখা’র বিভিন্ন গানে কণ্ঠ দিবেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
কনসার্টের খবর জানিয়ে ইমন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘ঢাকার দেয়ালে নিজেদের পোস্টার দেখতে ভাল লাগে। দেশ বরেণ্য নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের “কাজলরেখা” সিনেমা আমাদের খুব আবেগের। এই সিনেমায় ২৪টি গান আছে। আমার সংগীত পরিচালনায় এই গানগুলো গেয়েছে অসাধারণ সব শিল্পীরা। তাদের ও সিনেমার কলাকুশলীদের নিয়ে আমরা এই প্রথম একটি পরিপূর্ণ কনসার্ট করতে যাচ্ছি। প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিকেলে। সবাইকে একসঙ্গে গানে গানে ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপনের আমন্ত্রণ রইল।’
এদিকে, গেল ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘কাজলরেখা’ সিনেমার দ্বিতীয় গান ‘হলুদ রে তুই’। ইমন চৌধুরীর সুর-সংগীতে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী অন্তরা মন্ডল ও হুমায়রা ঈশিকা। এর আগে, গত ডিসেম্বরে মুক্তি পায় ‘কইন্যা আঁকে গো আলপনা’ শিরোনামে আরও একটি গানটি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
‘কাজলরেখা’ সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। আরও আছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে।