বসন্তের হাওয়ায় ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
কখনও ‘খুবই অস্বাস্থ্যকর’, কখনও ‘অস্বাস্থ্যকর’, আবার কখনও ‘বিপজ্জনক’। বাতাসের মান তালিকায় এমন তিন ক্যাটাগরিতেই ঘুরপাক খাচ্ছিল রাজধানী ঢাকার বায়ুদূষণের মানমাত্রা। তালিকায় থাকা শহরগুলোর মধ্যে শীর্ষ পাঁচে তো বটেই, শীর্ষস্থান থেকেই নড়চড় কম হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনবহুল নগরীর। এ তালিকায় গতকাল মঙ্গলবার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৭ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম স্থানে ছিল।
আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৭৫ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
তালিকার শীর্ষে থাকা ভারতের কলকাতার শহরের স্কোর ২৮৭ অর্থাৎ সেখানকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এই শহরের স্কোর ২৭৬ অর্থাৎ এখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ২৭৫। আর চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৫৩।
তথ্যমতে, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ এর বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।