পদত্যাগ করলেন এনআরবি ব্যাংকের এমডি
ব্যক্তিগত কারণ দেখিয়েপদত্যাগ করেছেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন মাহমুদ শাহ। গত ২১ জানুয়ারি তিনি ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগত্র পাঠান। এমডি পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ছিল গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ চাকরির মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে তিনি পদত্যাগ করেন।
এনআরবি ব্যাংক থেকে মামুন মাহমুদ শাহের পদত্যাগের বিষয়টি আজ মঙ্গলবার সামনে আসে। তার পদত্যাগপত্রটি আমাদের সময়ের কাছে আছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান বরাবর পাঠানো পদত্যাগপত্রে মামুন মাহমুদ শাহ লেখেন, ‘কিছু ব্যক্তিগত কারণে এনআরবি ব্যাংকে আমি দায়িত্ব পালন করতে পারছি না। আমি আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য ও ২১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অসুস্থতাজনিত ছুটি মঞ্জুর করা জন্য অনুরোধ করছি, যে দিন এনআরবি ব্যাংকে আমার চুক্তির মেয়াদ শেষ হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?