ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুলের শাস্তি চান নিহত প্রীতির বাবা-মা

অনলাইন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৮
শেয়ার :
ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুলের শাস্তি চান নিহত প্রীতির বাবা-মা

রাজধানীর মোহাম্মদপুরে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার কাজে নিয়োজিত শিশু গৃহকর্মী প্রীতি ওরাংয়ের মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মানববন্ধনে প্রীতির বাবা-মা জানান, তাদের মেয়েকে ৮ তলা থেকে ফেলে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

গত ৬ ফেব্রুয়ারি ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের ৮ তলার ফ্ল্যাট থেকে পড়ে মারা যায় শিশু গৃহকর্মী প্রীতি ওরাং। এ ঘটনায় গ্রেপ্তার হন সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী।