পুরুষের স্মার্ট কার্ডে নারীর ছবি
চট্টগ্রামের পটিয়ায় কেলিশহর ইউনিয়ন পরিষদে জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ড বিতরণের নির্ধারিত দিন ছিল গত রবিবার। সেদিন পরিচয় পত্র সংগ্রহ করতে উপজেলার কেলিশহর ইউনিয়ন পরিষদে যান মো. শাহজাহান। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বিকেলে স্মার্ট কার্ড হাতে পান তিনি। কার্ডের দেখা যায় শাহজাহানের নাম, তার বাবা, মা ও ঠিকানা সঠিক থাকলেও তার ছবির জায়গায় অজ্ঞাত এক নারীর ছবি রয়েছে।
শাহজাহান পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড রতনপুর গ্রামের মৃত মো ইদ্রিস মিয়ার ছেলে।
পটিয়া উপজেলার নির্বাচন অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘শাহজাহান নামে এক ব্যক্তির স্মার্ট কার্ডে তার ছবির জায়গায় এক নারীর ছবির অভিযোগ পেয়েছি। ভুলবশত অন্য জনের ছবি সংযুক্ত হতে পারে। তবে জাতীয় পরিচয়পত্র উপজেলার নির্বাচন অফিসে জমা দিলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
শাহজাহান বলেন, ‘২০০৮ সাল সাধারণ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেছি। গত রবিবার স্মার্ট কার্ডটি হাতে পেয়ে দেখি আমার ছবির জায়গায় এক নারীর ছবি রয়েছে। অথচ ছবির নিচে আমার স্বাক্ষর, নাম ও ঠিকানা সব কিছু ঠিক আছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন অফিসে যোগাযোগ করেছি। তারা অনলাইন আবেদনের মাধ্যমে নির্বাচন অফিসে জমা দিলে বলেছেন।’