‘আরারাত’ কি ‘দ্য সাইলেন্স’ সিক্যুয়াল?

বিনোদন প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০
শেয়ার :
‘আরারাত’ কি ‘দ্য সাইলেন্স’ সিক্যুয়াল?

আত্মা বাজি রেখে ভয়ংকর জুয়া খেলার গল্পে গেল বছর ভিকি জাহেদ নির্মাণ করেছিলেন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। সেখানে অভিনয় করেছিলেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে। যা দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। এবার আবারও পর্দায় আসছেন একই টিম।

ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই টিমের নতুন ওয়েব সিরিজ ‘আরারাত’। ইতিমধ্যেই এর পোস্টার ও ট্রেলার দর্শকমহলে কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকের প্রশ্ন, এটি কি ‘দ্য সাইলেন্স’র সিক্যুয়াল!

নির্মাতা ভিকি জাহেদের কথায়, ‘বিষয়টি আমিও দেখেছি। দর্শকরা কাজটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাদের এই কৌতূহল আমি উপভোগ করছি। পুরো সিরিজ না দেখলে বোঝা যাবে না। তবে এতটুকু বলতে পারি, এটি একটি লাভ স্টোরি। তবে আর দশটা ভালোবাসার গল্পের মতো না।’

মোহাম্মদ কামরুজ্জামানের প্রযোজনায় কেএস ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত ছয় পর্বের ‘আরারাত’ সিরিজটি মুক্তি পাচ্ছে বিঞ্জে।