আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
সকাল ১০টায় পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক এর সভা। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত বিএমসটেক এর সেক্রেটারি জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাত।
তথ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিশ্ব বেতার দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে জাতীয় বেতার ভবন প্রাঙ্গণ, আগারগাঁও এ বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
পলকের কর্মসূচি:
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ‘৭ম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দুপুর ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এলডিপির কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ‘১ দফা’ দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ। বেলা ৩টায় পল্টন মোড় হতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হবে।
র্যাবের ব্রিফিং:
প্রাইভেটকার/মাইক্রোতে যাত্রী সেজে চেতনানাশক ওষুধ ব্যবহার করে অজ্ঞান করে ছিনতাই; কুখ্যাত ‘মামা পার্টির’ মূলহোতা শাহীন রানা তজ্জম সহ অজ্ঞান পার্টি চক্রের ৫ জনকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ বিষয়ে সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
মানববন্ধন:
বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক কর্তৃক শিশু গৃহপরিচারিকা প্রীতি উরাং হত্যার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও চা-বাগানের শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন।