দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৮
শেয়ার :
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলছে: অর্থমন্ত্রী

দেশের গোটা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) সোহরাব উদ্দিন বলেন, ‘ডলার সংকটের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত। প্রচুর টাকা বিদেশে চলে গেছে। সে কারণে ডলার-সংকট। অর্থ পাচার রোধ করতে দেশে যে পরিমাণ অপ্রদর্শিত আয় আছে, সেটাকে বৈধ করার সুযোগ দেওয়ার দরকার। বিশেষ ব্যবস্থায় অতীতেও সেই সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ দিন যাবৎ তা না করার কারণে বিদেশে টাকা চলে যাচ্ছে।

এই এমপি জানতে চান, মানি লন্ডারিং প্রতিরোধ ও ডলার-সংকট দূর করার জন্য অপ্রদর্শিত আয়কর দিয়ে বৈধ করার সুযোগ সরকার দেবে কি না।

জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সম্পূর্ণ জিনিসটি আমরা পর্যালোচনা করছি। শুধু ঢালাও কালোটাকা নয়, গোটা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলছে। প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে, আমরা উন্নয়নের দিকে যাচ্ছি। আরও কিছুদিন গেলে পরিপূর্ণ চিত্র পাব। সে পর্যন্ত ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি।’

নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র এমপি সিদ্দিকুল আলম তার প্রশ্নে বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যাচ্ছে, সরকারি ও বেসরকারি একাধিক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়েছে। সেগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার কি পদক্ষেপ নিয়েছে।’

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ অর্থনীতি পর্যালোচনা চলছে, যার বিভিন্ন ধারা রয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে মনে করছি উন্নতির ছাপ দেখতে পাচ্ছি। আরও উন্নতি করতে পারব। তার পরে ধারণা দিতে পারব।’

কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র এমপি আব্দুর রউফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ‘দেশে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩৬ লাখ ৬২ হাজার ৮১ জন আয়কর রিটার্ন জমা দিয়েছে।’