সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য হজ নিবন্ধন শুরু

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭
শেয়ার :
সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য হজ নিবন্ধন শুরু

নিজ দেশের নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসীদের জন্য হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। হজযাত্রীদের সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে, আসন্ন হজের জন্য দেশীয় হজযাত্রী, নাগরিক এবং প্রবাসীদের নিবন্ধনের জন্য ইলেকট্রনিক ট্র্যাক চালু করতে প্রস্তুত রয়েছে তারা। হজযাত্রীদের জন্য দ্রুত এবং মসৃণ নিবন্ধন নিশ্চিত করতে এ মন্ত্রণালয় তার ওয়েবসাইট এবং নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া চূড়ান্ত করেছে।

এবার সৌদির নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসীরা চারটি প্যাকেজ থেকে বেছে নিতে পারবেন। এর মধ্যে সবচেয়ে কম মূল্যের প্যাকেজটি ধরা হয়েছে ৪ হাজার ৯৯ দশমিক ৭৫ সৌদি রিয়াল। বাংলাদেশি টাকায় যা ১ লাখ ১৯ হাজার ৯৭০ টাকা।

সবচেয়ে বেশি মূল্যের প্যাকেজটি ধরা হয়েছে ১৩ হাজার ২৬৫ দশমিক ২৫ রিয়াল। বাংলাদেশি টাকায় যা ৩ ‍লাখ ৮৮ হাজার ১৭৯ টাকা। এ ছাড়া ১০ হাজার ৩৬৬ রিয়ালের একটি প্যাকেজ রয়েছে (বাংলাদেশি টাকায় ৩ লাখ ৩ হাজার ৩৪১ টাকা), আরেকটি প্যাকেজ রয়েছে ৮ হাজার ৯২ রিয়ালের (বাংলাদেশি টাকায় ২ লাখ ৩৬ হাজার ৮১১ টাকা)। সমস্ত প্যাকেজের মধ্যে ভ্যাট-ট্যাক্স অর্ন্তভুক্ত।

সৌদি আরব ইতোমধ্যে চলতি বছরের হজের নিয়ম নির্ধারণ করেছে। সে অনুসারে, পবিত্র স্থানগুলোতে দেশগুলোর জন্য কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে না। এর পরিবর্তে বলা হয়েছে যে, নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করার সময়ের ওপর নির্ভর করে বিভিন্ন দেশের স্থান নির্ধারিত হবে। যেসব দেশ আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে সেসব দেশ অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ পাবে।