জি এম কাদেরের এপিএস হলেন আবু তৈয়ব

অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯
শেয়ার :
জি এম কাদেরের এপিএস হলেন আবু তৈয়ব

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু তৈয়ব। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের অভিপ্রায় অনুযায়ী মো. আবু তৈয়বকে তার সহকারী একান্ত সচিব নিয়োগ করা হলো। জি এম কাদের যতদিন এ পদে থাকবেন অথবা মো. আবু তৈয়বকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

আবু তৈয়ব লালমনিরহার জেলার লালমনিরহাট উপজেলার কর্ণপুর গ্রামের বাসিন্দা বলে প্রজ্ঞাপনে জানানো হয়।