ফারহান-তিশার ‘সেই তুমি’
ভালোবাসা কিংবা বিরহের অন্যরকম সমীকরণ নিয়ে এবারের ভালোবাসা দিবসে হাজির হচ্ছেন ছোটপর্দার রোমান্টিক জুটি মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।
এই দুজনকে জুটি করে নাটক নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। নাম ‘সেই তুমি’। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে এতে দেখা যাবে- প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো আর বহুদিন পর আবার তাদের দেখা হওয়ার এক নস্টালজিক গল্প।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নির্মাতা জানান, আসন্ন ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘সেই তুমি’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’