প্রয়াত ঋষি কাপুরের কোলে রণবীরকন্যা রাহা!
বি-টাউনের সবচেয়ে আকর্ষণীয় জুটি আলিয়া-রণবীর দম্পতি। এই দম্পতির কন্যা সন্তান রাহা কাপুর পৃথিবীতে আসার পর থেকেই কাপুর খানদানের এই কনিষ্ঠ সদস্যকে একনজর দেখার জন্য ভক্ত ও নেটিজেনদের মনে তৈরি হয় তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু এবার দাদার কোলে চড়ে বসলেন ছোট্ট রাহা। তা কীভাবে?
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউডের খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুরের কোলে নাতনি রাহাকে দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেক নেটিজেন।
আলিয়ার মা সোনি রাজদান তার ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের কোলে তার নাতনি রাহা। ছবিটি দেখে মনে হচ্ছে, হাসি মুখে নাতনির মুখের দিকে তাকিয়ে ঋষি কাপুর। কোলে নাতনি রাহা। ঋষির পরনে একটি নীল টি-শার্ট, আর প্রিন্টেড ড্রেসে খুদে। এই ছবিটি পোস্ট করা হয়, ক্যাপশনে লেখা হয়, যদি ঋষি আমাদের সঙ্গে আজও থাকতেন... এবং রাহার সঙ্গেও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এই পোস্টে তিনি লেখেন, এটা খুব দুর্দান্ত একটা এডিট। আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। ধন্যবাদ।
এই পোস্ট দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নীতু কাপুরও। সোনি রাজদানের স্টোরি পুনরায় শেয়ার করে নীতু কাপুর লেখেন, এটা খুবই মিষ্টি। ঋষি কাপুর ২০২০ সালের ৩০ এপ্রিল শেষ মারা যান। ঋষি ও নীতুর ছেলে রণবীর কাপুর ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া ভাটকে। ২০২২ সালের ৬ নভেম্বর তাদের ঘরে রাহার জন্ম হয়।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বড়দিনের প্রাক্কালে রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রথম তাদের মেয়েকে নিয়ে আসেন সামনে। সেই সময় প্রথম রাহাকে দেখে নেটিজেনদের একাংশ বলেছিলেন, কাপুর পরিবারের মতোই চোখ দুটো রাহার।