ভালোবাসার রঙ লেগেছে নাটকে
বছর ঘুরে আবারও এসেছে ভালোবাসা দিবস। দিনটিকে সামনে রেখে টিভি চ্যানেলগুলোও বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের পরিকল্পনা নিয়েছে। বিনোদনভিত্তিক টিভি চ্যানেলগুলোয় থাকছে তিন থেকে পাঁচ দিনের আয়োজন। নাগরিক, বৈশাখী, এনটিভি, বাংলাভিশন, দীপ্ত, মাছরাঙাসহ বেশ কিছু চ্যানেলে বিশেষ নাটক থাকছে। সবমিলিয়ে ভালোবাসার রঙ লেগেছে নাটকে। এ বছর তিন দিনের বিশেষ আয়োজন করেছে বাংলাভিশন। এর মধ্যে নাটক রয়েছে তিনটি- ‘পরিচয়’, ‘লাভ কানেকশন’ ও ‘তোমার পাশে থাকতে চাই’। আগামীকাল রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘পরিচয়’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও কেয়া পায়েল। আগামীকাল একই সময়ে প্রচার হবে ‘লাভ কানেকশন’। হাসিব হোসেন রাখির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ১৪ ফেব্রুয়ারি প্রচার হবে নাটক ‘তোমার পাশে থাকতে চাই’। মাহমুদুর রহমান হিমির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।
দীপ্ত টিভিতে ১৩ ফেব্রুয়ারি রাত ১০টায় প্রচার করা হবে নাটক ‘বাডিস’। রাগিব রায়হানের পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সৌভিক আহমেদ, আবু হুরায়রা তানভীরসহ আরও অনেকে। ১৪ ফেব্রুয়ারি একই সময়ে রয়েছে নাটক ‘শিউলি ফুল’। এল আর সোহেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানজিন তিশাসহ আরও অনেকে। ১৫ ফেব্রুয়ারি দেখানো হবে নাটক ‘রিকোভারী ম্যান’। হাসান রেজাউলের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সামিরা খান মাহি, সমু চৌধুরী প্রমুখ। দীপ্ত টিভির গণমাধ্যম মুখপাত্র জাকিয়া সুলতানা জানান, এবারের প্রতিটি নাটকের গল্পে ভিন্নতা রয়েছে। এগুলো নির্মাণ করা হয়েছে দর্শক আগ্রহের কথা চিন্তা করেই।
তিনটি বিশেষ নাটক প্রচার করবে এনটিভি। ১৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘লাভ ইন স্টেশন’। সেরনিয়াবাত শাওনের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সাইদুর ইমন। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি, রিমি করিম, শম্পা নিজাম প্রমুখ। ১৪ ফেব্রুয়ারি একই সময়ে দেখানো হবে নাটক ‘রঙ-রাধিয়া’। আসাদুজ্জামান সোহাগের রচনা ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, সাবেরী আলম, এজাজ বারী, আনোয়ার শাহী, মুহিত তমাল, রুবাইয়াত এশা প্রমুখ। পরদিন থাকছে নাটক ‘যাওয়া আসার মাঝে’। অপূর্ণ রুবেলের রচনায় এটি পরিচালনা করেছেন পথিক সাধন। অভিনয়ে খায়রুল বাশার, তানজিম সাইয়ারা তটিনী, শিল্পী সরকার অপু প্রমুখ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মাছরাঙা টিভিতে ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘কষ্টের নাম মায়া’। পথিক সাধনের রচনা ও পরিচালনায় এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান প্রমুখ। গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের সন্তান রাতুল কিছুটা এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত। পড়ালেখা শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। অন্যদিকে নীলা বাবা-মায়ের একমাত্র সন্তান। ইউনিভার্সিটিতে পড়ছে। রাতুলের সঙ্গে তার সম্পর্ক পাঁচ বছর ধরে। নীলার বাবা তাকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু সে চায় পড়ালেখা শেষ করে বিয়ে করবে। বাবা তার পছন্দের পাত্র জুবায়েদকে হাতছাড়া করতে চান না। আর নীলা তার ভালোবাসার মানুষ রাতুল ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না। ঘটনা মোড় নেয় ভিন্নদিকে।
খায়রুল বাসার ও সাদিয়া আয়মান এবার ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে ৯ ফেব্রুয়ারি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে এ জুটির নাটক ‘ভালোবাসা ৫ টন’। মারুফ হোসেন সজীবের গল্প ও নির্মাণে এতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, মিলি বাসার, মাসুম বাসারসহ অনেকে। এ ছাড়া সিএমভি ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি নাটক প্রচার করবে। এগুলোর মধ্যে রয়েছেÑ ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ার তটিনীর ‘একটাই তুমি’, মুশফিক আর ফারহান ও নাজনীন নীহার ‘একবার বলো ভালোবাসি’, নিলয় আলমগীর ও সামিরা খান মাহির ‘স্বপ্নের বাসর’ এবং তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলের ‘বউ বোঝে না-২’। মাস দশেক আগে প্রচার হওয়া ‘বউ বোঝে না’ নাটকের সিক্যুয়াল ‘বউ বোঝে না-২’। সোহাইল রহমানের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম। নির্মাতা জানান, প্রথম গল্প থেকে দর্শকের দারুণ সাড়া পাওয়ার সূত্র ধরে আবারও তারা একই পাত্র-পাত্রী নিয়ে নির্মাণ করেছেন নতুন গল্প।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
এর বাইরে সিনেমাওয়ালা, সুলতান এন্টারটেইনমেন্টসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলেও নাটক থাকছে।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা