তাপসীর নতুন পরিচয়
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। শুধু অভিনয় দিয়েই নয়, নিজের ফিটনেস ও স্পষ্টভাষী হিসেবে বেশ সুনাম আছে তার। কদিন আগেই ‘ডানকি’ দিয়ে শাহরুখ খান ও রাজকুমার হিরানির সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করলেন। এবার ক্যারিয়ারের আরও একটি পরিচয় যুক্ত হতে যাচ্ছে। পুলিশ অফিসার হয়ে পর্দায় ধরা দেবেন তাপসী। সিনেমার নাম ‘ও লাড়কি হে কাহা’। পরিচালনা করেছেন আরশাদ সাইয়েদ। সিনেমায় তাপসীকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়; যিনি পরিবার ও কর্মস্থল একসঙ্গে পরিচালনা করেন। পুলিশ অফিসার হওয়ায় নানা সময় তার মতের সঙ্গে পরিবারের মতের মিল হয় না। এ নিয়ে সংসারে অশান্তি তৈরি হয়।
অতিরিক্ত মানসিক যন্ত্রণা দেওয়ায় এক সময় তার স্বামীকেও গ্রেপ্তার করেন তাপসী। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। সম্প্রতি এর ট্রেলার মুক্তি পেয়েছে। কমেডি ও ড্রামা ধাঁচের গল্পে নির্মিত সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে চলতি বছরের এপ্রিলে। প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর। তাপসীর বিপরীতে ছবিতে অভিনয় করছেন প্রতিক গান্ধী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে প্রাতিক প্যাটেল বাবার, মাধাব সিং, সঞ্জয় চৌধুরী, শাদাব রাহাবার খান ও ভিশাকা তিয়াগীকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা