নাফ নদীর শাখা-প্রশাখা দিয়ে ভেসে আসছে মরদেহ
মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও মর্টারশেলের শব্দ এখন শোনা না গেলেও আতঙ্ক কাটেনি সীমান্তবাসীর। নতুন করে সীমান্তের নাফ নদীর শাখা-প্রশাখা দিয়ে ভেসে আসছে মানুষের ক্ষত-বিক্ষত মরদেহ। গত দুই দিনে তিনটি মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার পৃথক স্থান থেকে দুটি বিকৃত লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বালুখালী কাস্টমস ঘাট এলাকায় খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। অপরটি উখিয়ার ইনানীর সি-বিচ থেকে উদ্ধার করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মরদেহগুলো বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। তারা মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে নিহত হয়েছেন।
অপরদিকে বালুখালী কাস্টমস ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা আবুল কালামের বলে জানিয়েছেন রোহিঙ্গারা। এ সময় তার মাথায় পরা জলপাই রঙের একটি বুলেটপ্রুফ হেলমেট ও গোলাবারুদ বহনের বিশেষ বেল্ট উদ্ধার করা হয়।
এ বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘গত দুদিন ধরে সীমান্ত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। তবে নদীতে ভাসমান লাশের খবর শুনেছি, এসব লাশের দায়িত্ব নিতে চাচ্ছে না কেউ। তবুও মানবিক দিক বিবেচনা করে এসব লাশ উদ্ধার করে দাফনের দাফন-কাফনের ব্যবস্থা করা উচিত।’
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবরে পে-বল স্টোন পয়েন্ট দিয়ে সি-বিচ থেকে একটি মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।