খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: ঝিলু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৪
শেয়ার :
খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: ঝিলু

শিক্ষা মানুষকে বদলে দেয় আর খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় বলে মন্তব্য করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

আজ রবিবার বিকেলে তাশুল্লা উচ্চ বিদ্যালয় ও বকচর তুইতাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দোহার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুল আলম ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ, নয়নশ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পলাশ চৌধুরী বক্তব্য রাখেন।

ঝিলু বলেন, নবাবগঞ্জের চিত্র আর আগের মত নেই। সালমান এফ রহমান এমপি হওয়ার পর থেকে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়। অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠান মালায় বীরমুক্তিযোদ্ধা ডা. এটিএম হান্নান, বীরমুক্তিযোদ্ধা পান্নু মিয়া, তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার, তুইতাল বকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, সদস্য ইউসুফ হারুন টিপু, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক হাবিব বেপারী, নয়নশ্রী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল খালেক, অভিভাবক সদস্য মোরাদ আলী শিকদার, তারিফ হোসেন, শারমিন আক্তার, প্রমুখ উপস্থিত ছিলেন।