প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীর গাল কেটে দেন কলেজছাত্র

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩
শেয়ার :
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীর গাল কেটে দেন কলেজছাত্র

গ্রেপ্তার কলেজছাত্র মোস্তাফিজুর রহমান সাব্বির

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘ব্লেড’ দিয়ে স্কুলছাত্রীর দুই গাল কেটে দেন মোস্তাফিজুর রহমান সাব্বির (২২) নামের এক কলেজছাত্র। এ ঘটনায় ওই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার মঠবাড়িয়া থানা পুলিশ র‌্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে ছাব্বিরকে গ্রেপ্তার করে। আজ রবিবার সকালে তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

গ্রেপ্তার সাব্বির বরগুনা পলিটেশনিক ইনস্টিটিউশনের তৃতীয় বর্ষের ছাত্র ও উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে।

জানা গেছে, বড়মাছুয়া ইউপির ঠুঁটাখালী গ্রামের সৌদি প্রবাসীর মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন কলেজছাত্র সাব্বির। প্রস্তাব প্রত্যাখান করায় গত ২৬ নভেম্বর পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফেরার পথে সাব্বির ও তার সহযোগী ওই স্কুলছাত্রীর পথরোধ করেন। কথা বলতে বলতে হাঁটার এক পর্যায়ে সাব্বিরের হাতে থাকা ব্লেড দিয়ে ওই ছাত্রীর দুই গালে পোচ দিয়ে পালিয়ে যান। পরে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ওই রাতেই আহত ছাত্রীর মা বাদী হয়ে সাব্বিরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সাব্বির আত্মগোপনে ছিলেন।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘সাব্বিরকে র‌্যাবের সহযোগিতায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেপ্তার করে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’