এ আর রহমানের সুরে কেন গাওয়া হয়নি, জানালেন কুমার শানু

বিনোদন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৭
শেয়ার :
এ আর রহমানের সুরে কেন গাওয়া হয়নি, জানালেন কুমার শানু

ইন্ডিয়ান আইডল ১৪’র মঞ্চে চলছে সুখবিন্দর সিং বিশেষ পর্ব। সেখানে প্রতিযোগীরা গেয়ে শোনাচ্ছেন এই গায়কের গাওয়া নানা গান। সুরের সুলতানকে উৎসর্গ করে মঞ্চে ‘ছাইয়া ছাইয়া’ গানটি গেয়ে শোনান ওপার বাংলার শুভদীপ। যা শুনে রীতিমত মুগ্ধ হন উপস্থিত সবাই। তবে কুমার শানু জানান, তার এবং এ আর রহমানের সমস্যার কথা।

ইন্ডিয়ান আইডল’র মঞ্চে এ আর রহমানের কথা ওঠায় নস্টালজিক হয়ে পড়েন কুমার শানু। স্মৃতি হাতড়ে বলেন, ‘তোমাদের একটা জিনিস জানা নেই, আমি বলছি সেটা। “রোজা” গানটি যখন তৈরি হয় তখন রহমান সাহেব আমাকে আর অলকাকে ফোন করেছিল এই ছবির সব গান গাওয়ার জন্য। কিন্তু তখন আমাদের মতিভ্রম হয়েছিল। ওকে বলেছিলাম, আমরা এত ব্যস্ত আপনাকে বোম্বে এসে তাহলে এই গান রেকর্ড করতে হবে।’

নিজের ভুল স্বীকার করে তিনি আরও বলেন, ‘ওটা একটা খুব বড় ভুল ছিল। বড় মিস করেছিলাম। পরে অন্য কাউকে দিয়ে গাওয়ানো হয়, রিলিজও হয়। তখন শুনি, জানতে পারি। কিন্তু ওই সময় ওই ভুলটা করেছিলাম, আফসোসও। ওটার পর থেকে রহমান সাহেব আর আমাদের কখনো ডাকেননি।’

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। ১৪তম এই আসরে বিচারকের মঞ্চে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু ও বিশাল দাদলানি। সঞ্চালনায় আছেন হুসেন কুয়াজেরওয়ালা।