সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২০
শেয়ার :
সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সামরিক ঘাঁটিতে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের মধ্যে সোমালিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সেনাসদস্যও ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

আরব আমিরাতের প্রতিরক্ষ মন্ত্রণালয় জানায়, তাদের তিনজন ও বাহরাইনের একজন সেনা ‘সন্ত্রাসী হামলা’য় প্রাণ হারিয়েছে। তারা সোমালি সেনা সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। হামলা নিয়ে তারা বিস্তারিত কিছু জানাননি। তবে সোমালি সরকারের সঙ্গে তারা এর তদন্তে সহায়তা করবেন বলে জানিয়েছেন। 

এই ঘটনায় বন্দুকধারী ওই হামলাকারীকে হত্যা করা হয়েছে। তার নাম আহমেদ বলে জানিয়েছেন সোমালি কর্মকর্তাররা। রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে এক কর্মকর্তা বলেন, ‘ওই হামলাকারী আমিরাতের প্রশিক্ষকদের লক্ষ্য করে গুলি চালান। এরপর প্রার্থনায় বসেন। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।’