আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতীকী ছবি

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। এরপর বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি: 

মহাখালী পুরাতন ডিজি অফিসের ২য় তলায় দুপুরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

ধর্মমন্ত্রীর কর্মসূচি:

বাংলামটরে হামদর্দ কনফারেন্স রুমে দুপুর সাড়ে ১২টায় বিশ্ব ইউনানি দিবস- ২০২৪ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করবেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

দুর্যোগ প্রতিমন্ত্রীর কর্মসূচি:

‘আর্লি ওয়ার্নিং ফর এনসিউরিং অল অ্যান্ড ক্রিয়েটিং ফিউচারিস্টিক ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট থ্রো পার্টনারশিপ এফোর্টস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। দুপুর আড়াইটায় গুলশানে হোটেল আমারির বলরুমে এ অনুষ্ঠান শুরু হবে।

ছাত্রলীগের কর্মসূচি:

বেলা ৩টায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভা রয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কর্মসূচি:

বেলা ১১টায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে ‘এসডিজির লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগে প্রাথমিক উৎস থেকে সড়ক দুর্ঘটনার পূর্ণাঙ্গ ডাটা ব্যাংক চাই’ শীর্ষক এক আলোচনা সভা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সেলিমা রহমানের কর্মসূচি:

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।