সাকিবের ৭ হাজার

ক্রীড়া প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শেয়ার :
সাকিবের ৭ হাজার

স্বীকৃত টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। বিপিএলে গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে এই অর্জনে নাম লেখান রংপুর রাইডার্সের অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিবের আগে সাত হাজার রান করেছেন তামিম ইকবাল। ৮ রান দূরে থেকে মিরপুরে গতকাল ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব। সৈকত আলীর করা ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে ডিপ মিড উইকেটে খেলে দুই রান নিয়ে তিনি সাত হাজার রানের ঘর ছুঁয়ে ফেলেন। শেষ পর্যন্ত ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলেন সাকিব। ৪২২ ম্যাচে (৩৮৭ ইনিংস) তার মোট রান এখন ৭ হাজার ১৯। উইকেট ৪৭৬টি।

বিপিএলে শুরুর দিকে ব্যাট হাতে মলিন ছিলেন সাকিব। রংপুরের জার্সিতে নিজের ষষ্ঠ ম্যাচে রান পান তিনি। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ২০ বলে ৩৪ রান করেন। এর পর গতকাল চট্টগ্রাম ম্যাচে ঝড়ো ব্যাটিং করেন। প্রসঙ্গত আগেই ৪০০-এর বেশি উইকেট শিকার করেছেন সাকিব। গতকাল ৭ হাজার রান ও ৪০০ উইকেটের ‘ডাবল’ পূর্ণ করলেন তিনি। বিশ্ব ক্রিকেটে ডাবলের এই কীর্তি আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের।