বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পড়ে থাকা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩২
শেয়ার :
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পড়ে থাকা মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে বিজিবি’র সহযোগিতায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে মরদেহ দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে ২ নারী এবং ২ শিশুও ছিল। সেদিন গোলাগুলিতে উত্তপ্ত ছিল সীমান্ত এলাকাটি। হয়ত সেদিনের গোলাগুলিতে ওই যুবক নিহত হন। এরপর থেকে ওই এলাকায় চলাচল সীমাবদ্ধ ছিল। পরে বৃহস্পতিবার রাতে মরদেহটি পড়ে থাকতে দেখেন তারা। তাদের ধারণা ওই মরদেহ মিয়ানমারের নাগরিকের।

তারা আরও জানান, সীমান্তের এদিক সেদিক আরও কয়েকটি মরদেহ দেখা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।