রাতে অতিরিক্ত মদ্যপান, ভোরে গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু
দিনাজপুরের বিরামপুরে মনজুরুল ইসলাম (৫৫) নামের গ্রাম পুলিশের এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মনজুরুল ওই ইউনিয়নের গঙ্গাদাশপুর এলাকার নছির ফকিরের ছেলে। তিনি বিনাইল ইউনিয়নে গ্রাম পুলিশের সদস্য হিসেবে কর্মরত।
পরিবারের বরাত দিয়ে বিনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ন কবির বাদশা জানান, বেশ কিছু দিন ধরেই মনজুরুল ওই এলাকার আদিবাসী গ্রামে দেশীয় মদ্যপান করতেন। গত রাতেও পরিবারের অজান্তে অতিরিক্ত মদ্যপান করেন তিনি। পরে ভোরের দিকে ওই গ্রামে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় তিনি মারা যান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।