সান্তাহারে স্বামীর হাতে স্ত্রী খুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪
শেয়ার :
সান্তাহারে স্বামীর হাতে স্ত্রী খুন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্ত্রী রাজিয়া সুলতানাকে (৩৭) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী আব্দুর রশিদ। আজ শনিবার সকালে বগুড়া শজিমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লায় এ ঘটনাটি ঘটে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার শ্রীকান্দ গ্রামের আব্দুর রশিদ তার স্ত্রী রাজিয়া সুলতানাকে নিয়ে চা বাগান মহল্লায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে গতকাল শুক্রবার রাতে আব্দুর রশিদ স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে তরকারি কাটার বটি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় রাজিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন আজ সকালে অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।