প্রকাশ্যে ন্যানসি-হৃদয়ের ‘আলিঙ্গন’

বিনোদন প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৮
শেয়ার :
প্রকাশ্যে ন্যানসি-হৃদয়ের ‘আলিঙ্গন’

একসঙ্গে গাইলেন নন্দিত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ও হৃদয় খান। গতকাল শুক্রবার রাতে প্রকাশ হয়েছে তাদের দ্বৈত ‘আলিঙ্গন’। শফিক তুহিনের কথায় এর সুর-সংগীত করেছেন হৃদয় খান। ভালোবাসার মাসে রোমান্টিক ঘরানার গানটিএ সেছে হৃদয় খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর গানটি ভিডিও আকারে প্রকাশ হবে আসছে ভালোবাসা দিবসে। ভিডিও’র পরিকল্পনা ও নির্দেশনাও দেবেন হৃদয় নিজেই।

ন্যানসি বলেন, ‘অনেক দিন পর একটা সফট রোমান্টিক গানে কণ্ঠ দিলাম। গত মাসে এর রেকর্ডিং হয়েছে। শফিক তুহিন ভাই সব সময়ই ভালো লেখেন। হৃদয় খানের সুর-সংগীত তো অসাধারণ। সব মিলিয়ে শ্রোতারা ভালো লাগার মতো একটি গান এটি।’

হৃদয় খান বলেন, ‘এর আগে ন্যানসির সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে গানে কণ্ঠে দিয়ে ছিলাম। তবে এবারই প্রথম কোনো অডিও গানে কণ্ঠ দিলাম। শফিক তুহিনের লেখা গানের কথাগুলোর অসাধারণ। শ্রোতারা এ সময়ে যে ধরনের গান শুনতে চান, এটি তেমনই। আর ন্যানসির ভোকালও ইউনিক। আশা করি, আমাদের দ্বৈত গানটি শ্রোতাদের ভালো লাগবে।’