নির্বাচন নিয়ে যা বললেন পাকিস্তানের সেনাপ্রধান
পাকিস্তানের নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বিবৃতি দিয়েছেন। তিনি নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতি, সরকার ও নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন।
আজ শনিবার এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের শীর্ষ জেনারেলকে উদ্ধৃত করে তিনি সব রাজনৈতিক দল এবং বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।
ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বিবৃতিতে বলা হয়, এ নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের গণতন্ত্র আরও বেশি শক্তিশালী হবে। তারা আশাবাদী, তাদের ত্যাগ বৃথা যাবে না। এই নির্বাচন পাকিস্তানের গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করবে। পাকিস্তানি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথকে আরও বেশি প্রশস্ত করবে।
জেনারেল অসীম বলেন, ‘গণমাধ্যম, সুশীল সমাজ, প্রশাসন ও বিচার বিভাগ নির্বাচন সফল করেছে। তাই সকলকে অভিনন্দন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এসময় তিনি বলেন, ‘দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য তারা সবসময় নিবেদিত থাকবে। এছাড়াও তাদের দেশের গণতন্ত্রকে সুরক্ষা দেয়ার জন্য তারা সবসময় প্রস্তুত।’