রিচা চাড্ডা ও আলি ফজলের ঘরে আসছে নতুন অতিথি
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম মা হচ্ছেন। গতকালই এই আনন্দের খবর শেয়ার করেছেন সবার সঙ্গে। তার এক দিন পরই জানা গেল বলিউডের আরেক তারকা দম্পতি রিচা চাড্ডা ও আলি ফজলের ঘরে আসছে নতুন অতিথি।
তাদের নতুন অতিথি আসার খবর অভিনব উপায়ে জানিয়েছেন তারা। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তারা লিখেছেন, ‘১+১=২’; এরপর থেকেই ভক্ত-অনুসারীরা তাদের শুভকামনা জানিয়েছেন।
নিজেদের আরেকটি ছবি দিয়ে তারা লিখেছেন, ‘ছোট্ট একটা হৃৎস্পন্দন এখন আমাদের দুনিয়ার সবচেয়ে প্রবল শব্দ।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এ ছাড়া তাদের অভিনন্দন জানিয়েছেন শ্বেতা বসু প্রসাদ, সায়ামি খের, শ্রিয়া পিলগাওকর, ম্রুনাল ঠাকুর, কৃতি খরবান্দা, এলনাজ নুরানিসহ অনেক বলিউড তারকা।
‘ফুকরে’ সিনেমা ফ্র্যাঞ্চাইজি দিয়ে জনপ্রিয়তা পান রিচা চাড্ডা ও আলি ফজল। ২০২২ সালে তার বিয়ে করেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অভিনয় ছাড়াও রিচা ও আলি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তাদের প্রযোজিত সিনেমা প্রদর্শিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’