তুমব্রুতে রাস্তার পাশে আরও একটি অবিস্ফোরিত মর্টারশেল
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজারের পার্শ্ববর্তী রাস্তার কাছে আরও একটি অবিস্ফোরিত মর্টারশেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে অবিস্ফোরিত মর্টারশেলটি দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। বর্তমানে ওই স্থানে জনসাধারণ ও যান চলাচল সীমিত করেছে বিজিবি সদস্যরা।
এর আগে, আজ সকালে ওই সীমান্তের নোয়াপাড়ায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মর্টারশেলটি নিষ্ক্রিয় করে সেনাবাহীনির বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে রামু সেনানিবাস থেকে আসা বোমা বিশেষজ্ঞ দল এই অবিস্ফোরিত মর্টারের গোলাটি ধ্বংস করে নোয়াপাড়ায়।
স্থানীয় গণমাধ্যমকর্মী মো. শহিদুল ইসলাম ও ইউপি সদস্য দিল মোহাম্মাদ ভুট্টোসহ অনেকেই বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় পথচারী সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে অবিস্ফোরিত মর্টারশেলটি দেখতে পায়। বর্তমানে সীমান্তের পরিস্থিতি মোটামুটি শান্ত। তবে মাঝেমধ্যে মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় কিছু কিছু গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।’
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘সীমান্তে পরিস্থিতি মোটামুটি শান্ত। তবে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবিস্ফোরিত মর্টারশেল পড়ে থাকায় আতঙ্কে রয়েছে এলাকার জনসাধারণ। কিন্তু পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক মনে হচ্ছে।’