আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি:
সকাল সোয়া ১০টায় এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরিদর্শন করে মিডিয়া ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
ওবায়দুল কাদেরের কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে ব্রিফ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির কর্মসূচি:
বেলা ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য দেবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
গণতন্ত্র মঞ্চ বিক্ষোভ সমাবেশ:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বেলা ৩টা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এতে বক্তব্য দেবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।
ঢাবিতে কর্মসূচি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাঘপূণ্যি উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪৩০ উদ্যাপন করা হবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চারুকলা অনুষদের বকুলতলায় এ উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি এবং খেজুরের গুড়ের পিঠা, গুড়, মুড়ি, মুড়কি, খৈ, মোয়া পরিবেশন করা হবে।
বিএফডিসিতে কর্মসূচি:
সকাল ১০টায় তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করবেন।
র্যাবের কর্মসূচি:
আশুলিয়ায় গলাকেটে ব্যবসায়ী ও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার কাজিমুদ্দিনকে হত্যার ঘটনায় মূলহোতা আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ বিষয়ে বেলা ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে।