বুড়িগঙ্গা নদীর দূষণ বন্ধে সরকারের উদ্যোগ জানতে চান সাঈদ খোকন
বুড়িগঙ্গা নদীর দূষণ বন্ধে সরকার কিংবা শিল্প মন্ত্রণালয়ের সুনির্দিষ্টভাবে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা তা জানতে চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিল্পমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
প্রশ্নোত্তর পর্বে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমাদের প্রিয় বুড়িগঙ্গা নদী। যার কোল ঘেঁষে বেড়ে উঠেছে আমাদের প্রিয় রাজধানী। এই নদীর অপরিসীম ভূমিকায় ঢাকাবাসীর জীবন এবং জীবিকা সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমার প্রশ্ন হচ্ছে যে, এই নদীর আশেপাশে যে সকল শিল্প কারখানা গড়ে উঠেছে; সেই সকল শিল্প কারখানা থেকে অনিয়ন্ত্রিত বর্জ্য নদীতে ফেলার কারণে নদীটি আজ মৃতপ্রায়। এই অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলা বন্ধে সরকারের কিংবা শিল্প মন্ত্রণালয় সুনির্দিষ্টভাবে কোনো উদ্যোগ গ্রহণ করছে কিনা। মাননীয় স্পিকারের মাধ্যমে আমি তা জানতে চাই।’
এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আপনি যথার্থ বলেছেন। আপনার ভূমিকা ঠিক আছে। আপনি পুরান ঢাকার লোক, আমারও জন্ম পুরান ঢাকায়। এখানে কিন্তু সব শিল্প কারখানার বর্জ্য না, বিভিন্ন ধরনের বর্জ্য রয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘হাজারীবাগে যে ট্যানারিগুলো ছিল সেটা অনেক দিনের। সেটা আপনি বিস্তারিতভাবে জানেন। এই ট্যানারিগুলোর বর্জ্যে যাতে পরিবেশ নষ্ট না হয়, সেজন্য আমরা ট্যানারিগুলো সাভারে নিয়ে গেছি। এখন সেখানে কিছুটা আছে।’
বুড়িগঙ্গা নদী বুড়ি হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এটা আবার যৌবন ফিরে পাবে কিনা আমি জানি না। এটা আমাদের শৈশবের অনেক স্মৃতি বিজড়িত। সেখানে অনেক সাঁতার কেটেছি। আহসান মঞ্জিল, রুপলাল হাউসসহ অনেক বড় বড় স্থাপনা যেখানে আছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শৈশবে সেই জায়গা থেকে এসেছেন, সেই ঘাটে নেমেছেন সুতরাং সেই নদীর অভিজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীরও আছে। কাজেই আমরা সেটাকে সে জায়গায় নিয়ে যেতে চাই। কিন্তু এটা এতটাই বেশি কলুষিত হয়ে গেছে, বিভিন্ন সরকার যখন ক্ষমতায় এসেছে বিশেষ করে বিএনপি সরকার, যারা লুটপাট নিয়ে ব্যস্ত ছিল। তারা তখন কোনো কার্যক্রম গ্রহণ করেনি। আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিবেশের বিশাল জায়গায় আমরা অবস্থান করছি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘পরিবেশ মন্ত্রী, নগর পিতা (সিটি করপোরেশনের মেয়র), পানি মন্ত্রী এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়সহ আমরা মিলে যদি একটি বৈঠক করি, আর আপনি মাননীয় সংসদ সদস্য হিসেবে সেখানে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা যদি একটা প্ল্যান করি তা হলে আমরা -এর স্বচ্ছতা ফিরে পাব এবং আবারও সাদা জলে সাঁতার কাটতে পারব।’