টসে হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৭
শেয়ার :
টসে হেরে গেল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে টসে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও ১১-১১ গোলের সমতা হয় দুই দলের। পরে টসে জিতে যায় ভারত।

আজ বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।  

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ভারত ১-০ গোলে এগিয়ে থাকে। পরে রেফারি চার মিনিট অতিরিক্ত সময় দেন। ৩ মিনিটে আফিদা খন্দকারের থ্রো ইন থেকে বাংলাদেশের সাগরিকা বক্সের আগে সৃষ্ট জটলায় বলের নিয়ন্ত্রণ নেন। পরে বক্সে বল নিয়ে কোনাকুনি শটে গোল করেন সাগরিকা। এতে সমতায় ফেরে বাংলাদেশ।