টেকক্যাম্পের মাধ্যমে বাংলাদেশি তরুণ সাংবাদিকদের ক্ষমতায়ন করছে যুক্তরাষ্ট্র দূতাবাস

অনলাইন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৬
শেয়ার :
টেকক্যাম্পের মাধ্যমে বাংলাদেশি তরুণ সাংবাদিকদের ক্ষমতায়ন করছে যুক্তরাষ্ট্র দূতাবাস

তিন দিনের টেকক্যাম্প কর্মশালা শেষ করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই কর্মশালার লক্ষ্য ছিল ৫০ জন উদ্যমী সাংবাদিককে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই, তথ্য যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোত্তম অনুশীলনগুলি শেখার জন্য ক্ষমতায়ন করা।

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টার (জিওয়াইএলসি) ইনকর্পোরেটেডের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরো টেকক্যাম্পের আয়োজন করে। এর উদ্দেশ্য প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাস্তববাদী সমাধানের মাধ্যমে বিভিন্ন বাধা মোকাবেলায় ভবিষ্যতের নেতাদের ক্ষমতায়ন করা। 

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রশিক্ষক ও অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। তিনি গণমাধ্যম শিক্ষার ভবিষ্যৎ গঠনে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং সৎ সাংবাদিকতা চালিয়ে যেতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। 

দলটিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘একসঙ্গে আমরা শিক্ষা, অনলাইন নিরাপত্তা জোরদার ও গণতন্ত্রের জন্য প্রযুক্তির ব্যবহার করতে পারি।’

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুশীল সমাজের সমর্থনে, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির প্রতিফলন হলো ইয়ুথ ভোট ম্যাটারস, ইংরেজি ভাষা শেখা, ইন্টারনেট সুরক্ষা এবং প্রাক্তন শিক্ষার্থী এবং সুশীল সমাজের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ভুল তথ্যের সমাধানের মতো কর্মসূচি।