নারীরা পিছিয়ে নেই, সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন: মাহবুবুর

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০২
শেয়ার :
নারীরা পিছিয়ে নেই, সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন: মাহবুবুর

ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেছেন, ‘আগে নারীদের বাড়ি থেকে বের হতে দিত না। নারীদের শুধু ঘরের মানুষ মনে করত। কিন্তু এখন নারীরা পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন। নারীরা এখন পিছিয়ে নেই, সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নারীরা উদ্যোক্তা হচ্ছেন। তারা এখন কারো ঘরের বুঝা নয়। আজ এই বিদ্যালয়ে যারা খেলায় অংশ নিয়েছে সবাই নারী, তাদের খেলাধুলা আমাদের মুগ্ধ করেছে।’

অনুষ্ঠানে শিক্ষানুরাগী গিয়াসউদ্দিন আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।

কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম সিকদার, বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল কালাম আজাদ, মো. মাসুদ করিম, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন, মোড়ল মো. আবু বকর সিদ্দিক, মো. মিলন সিকদার, একেএম শাহ নেওয়াজ রোমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মানিক।

এছাড়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, ছাত্রীরা ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা খেলায় অংগ্রহণকারী ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।